কাওসারের বিরুদ্ধে নগরীর কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে
বরিশালে বিদেশী রিভলবারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাগিয়ার পোল থেকে বিদেশী রিভলবার ও ইয়াবা ট্যাবলেট সহ মো. কাওসার হাওলাদারকে (৩৯) আটক করেছে র্যাব। এ ঘটনায় শুক্রবার সকালে কাওসারের বিরুদ্ধে নগরীর কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় তাকে আটক করা হয়। সে নগরীর কাউনিয়া এলাকার মনামিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং বাগেরহাট জেলার মৃত শপিজ উদ্দিনের ছেলে। শুক্রবার দূপুরে র্যাব-৮ ই-মেইল বার্তায় জানায়, নগরীর কাউনিয়া এলাকায় অস্ত্রধারী অবস্থান করছে এমন সংবাদ পায় র্যাব। এরপর র্যাব-৮ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড দলটি শনিবার গভীর রাতে মো. কাওসার হাওলাদাকে কালো রংয়ের প্লাষ্টিকের বাটযুক্ত বিদেশী একটি রিভলবার এবং ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। এই ব্যাপারে র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মহানগরীর কাউনিয়া থানায় একটি অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।