কার্যালয়ে থাকা টেলিভিশনটি সম্পূর্ন পুড়ে যায়, ক্ষতিগ্রস্থ হয় দামী আসবাবপত্র
বরিশালে বিটিএমএ কার্যালয়ে আগুন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ‘বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশন’ (বিটিএমএ) কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ জানুয়ারী) দুপুরে অশ্বিনী কুমার টাউন হলের দ্বিতীয় তলায় ওই কার্যালয়ে এই ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা একটি টেলিভিশন আগুনে ভস্মিভুত হয়ে যাওয়াসহ বেশ কিছু আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিটিএমএ’র সহ-সভাপতি গোবিন্দ সাহা। তিনি জানান, দুপুরে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা কার্যালয় থেকে আগুনের ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কার্যালয়ে থাকা টেলিভিশনটি সম্পূর্ন পুড়ে যায়। এছাড়াও ক্ষতিগ্রস্থ হয় দামী আসবাবপত্র।