|
মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
বরিশালে বিজয় কৃষ্ণ দে-এর বড় মেয়ে সাথী রাণী দে’র পরোলোক গমন
নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিজয় কৃষ্ণ দে-এর বড় মেয়ে সাথী রাণী দে (৪২) বুধবার ভোরে (৬:৩০ মিনিট) স্ট্রোক করে ঢাকায় পরোলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রথম ছাত্রী সাথী রাণী দে-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও প্রয়াতের আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য নিখিল সেন, মানবেন্দ্র বটব্যাল, এ্যাড. সামসুল আরেফিন, এ্যাড. লস্কর নুরুল হক, মোঃ আনোয়ার হোসাইন, এ্যাড. ফণীভূষণ দাস, ডা. বিপ্লব কুমার দাস, অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল-সহ মহাবিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী।
Post Views:
২,১১২
|
|