|
বরিশালে বইছে রাজনীতির সু-বাতাস
বরিশালে বিএনপি মহাসচিব, টার্গেট ৫ লাখ সদস্য সংগ্রহ
স্টাফ রিপোর্টার : বরিশালে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইদিনের সাংগঠনিক সফরে মঙ্গলবার আসেন। তিনি বরিশাল মহানগর এবং জেলার উত্তর ও দক্ষিণ সাংগঠনিক কমিটির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মহাসচিব পদে আসীন হওয়ার পর মির্জা ফখরুল এই প্রথম বরিশালে আসেন। তার সফর উপলক্ষে বরিশালে স্থানীয় বিএনপিতে চলে ব্যাপক আয়োজন। বিএনপি সূত্র থেকে জানা যায়, নগরের অশ্বিনী কুমার হলে সকাল ১০টায় মহানগর, বিকাল ৪টায় উত্তর জেলা এবং একই স্থানে বুধবার দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন মির্জা ফখরুল। জেলায় মোট ৫ লাখ সদস্য সংগ্রহ করা হবে বলে বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন। মহাসচিবের দুই দিনের সফরের প্রস্তুতির বিষয়ে অবহিত করতে সোমবার সদর রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার জানান, মহাসচিবের এ সাংগঠনিক সফরে বরিশালে রাজনীতির সু-বাতাস বইছে। এতে বিএনপি সাংগঠনিকভাবে আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। সরোয়ার বলেন, গণতন্ত্র না থাকায় দেশে আইনের শাসন নেই। দেশের চলমান সমস্যা সমাধানের একমাত্র পথ হলো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের বুলি আওরাচ্ছে। উন্নয়নেই যদি মূল মন্ত্র হয়, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার কেন ভয় পাচ্ছে? সরোয়ার বলেন, রোড প্রস্তুত নেই, নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন জাতির সঙ্গে তামাশা করছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগরের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম শাহীন ও মহানগরের সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন।
Post Views:
১১৮
|
|