Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা 
Thursday September 1, 2022 , 3:39 pm
Print this E-mail this

জেলা ও নগর বিএনপি’র কার্যালয়ে বিভিন্ন ধরনের ব্যানার, ফেষ্টুন নিয়ে জড় হয় নেতার্মীরা

বরিশালে বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বরিশালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির এই প্রথম বিশাল বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১) সকাল ১০ টা থেকে বরিশাল জেলা ও নগর বিএনপি’র কার্যালয়ে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন নিয়ে জড় হয় মহানগর বিএনপি’র নেতার্মীরা। সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করে মহানগর বিএনপি। র‌্যালিতে নগরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন-বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মো: মনিরুজ্জামান খান ফারুক, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, বিএনপি নেতা অধ্যক্ষ আবদুর রশিদ খান, মহানগর মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, সাধারণ সম্পাদক পাপিয়া পারভিন, মহানগর শ্রমিকদল আহবায়ক শো: ফয়েজ আহমেদ খান, সদস্য সচিব শহিদুল ইসলাম,মহানগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সম্পাদক মশিউর রহমান সেন্টু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাজাহারুল ইসলাম জাহান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন প্রমুখ। এসময় মহানগর আহবায়ক কমিটির বিভিন্ন সদস্য ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ৩০ টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় দলীয় কার্যারয়ের সামনে এসে শেষ হয়। অপরদিকে সদররোডস্থ কির্তনখোলা মিলনায়তন সেমিনার হলে বরিশাল উত্তর জেলা বিএনপি’র আয়োজনে বিএনপি ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তর জেলা বিএনপি’র আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে বিএনপি সদস্য আসাদুজ্জামান মুক্তার সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব (ভিপি) মিজানুর রহমান মুকুল, আ: ছত্তার খান, আব্দুর রব খান, সাহাবুদ্দিন লাল্টু, এ্যাড. তরিকুল ইসলাম দিপু, শরীফা নাসরিন, সহ উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
Archives

Image
বরিশাল থেকে ৩০০ মেট্রিক টন ইলিশ যাবে কলকাতায়
Image
ভোটাধিকার ফিরিয়ে আনতে সোচ্চার দেশের মানুষ : শিরিন
Image
বরিশালে দুই বাসের সংঘর্ষ : বৃদ্ধা নিহত, আহত ২৫
Image
পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ঠেকাতে হটলাইন চালু
Image
রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে হবে : প্রধানমন্ত্রী