Current Bangladesh Time
সোমবার অক্টোবর ২০, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 
Sunday October 15, 2017 , 5:26 pm
Print this E-mail this

দায়েরকৃত মামলায়ও আটক ৮ জনের নাম রয়েছে – এস আই সত্যরঞ্জন খাসকেল

বরিশালে বিএনপির ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


স্টাফ রিপোর্টার : বরিশালে সরকারি কাজে বাঁধা,মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানোসহ বেশকিছু অভিযোগে বিএনপির ২৯ নেতা-কর্মীকে আসামি করে অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছে পুলিশ।কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।রোববার (১৫ অক্টোবর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।এর আগে গত শনিবার (১৪ অক্টোবর) খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ-সমাবেশে যোগদানের সময় একটি মিছিলে লাঠিচার্জ করে পুলিশ।এসময় বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা বেশ কিছু যানবাহন ভাংচুর ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে অবস্থান নেন।পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন।এ ঘটনায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছে।এসময় সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল করিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান পিন্টুসহ আট নেতা-কর্মীকে আটক করে পুলিশ।দায়েরকৃত মামলায়ও আটক ৮ জনের নাম রয়েছে বলে জানিয়েছেন এস আই সত্যরঞ্জন খাসকেল।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু