|
সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন
বরিশালে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি সহ মহানগর বিএনপি। আজ (৩-১২-১৭) বিকাল ৪টায় সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক মেজবা উদ্দিন ফরহাদ। বিক্ষোভ সমাবেশে এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড: আবুল কালাম শাহিন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, হিজলা বিএনপি আহবায়ক আঃ গফফার তালুকদার, কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড: কাজী এনায়েত হোসেন বাচ্চু, কোতয়ালী বিএনপি সহ-সভাপতি আলহাজ নুরুল আমিন, আনোয়ার হেসেন লাবু, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান প্রিন্স, এ্যাড: তরিকুল ইসলাম দিপু, আঃ মন্নান মাস্টার, রিয়াজ মৃধা। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা ও মহানগর স্বোচ্ছাসেবক দল, জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। এরপরই একই স্থানে মহানগর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, রফিকুল ইসলাম রনু সরদার, যুগ্ন সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, কেন্দ্রীয় শ্রমীকদল সহ-সম্পাদক এমজি ফারুক, শাহেদ আকন সম্রাট, মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহম্মেদ খান, প্যানেল মেয়র মহানগর মহিলাদল নেত্রী তাছলিমা কালাম পলি প্রমুখ।
Post Views:
২৭০
|
|