মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (সেপ্টেম্বর ১) দুপুরে বরিশাল নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার হলে দোয়া মোনাজাতের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি। এতে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আফরোজা খানম নাসরিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ দলীয় নেতারা। এর আগে একই স্থানে দোয়ার আয়োজন করে জেলা দক্ষিণ বিএনপির নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাতে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা, ছাত্র আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।