প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ পন্ড করে দিয়েছে ও আওয়ামী আইনজীবীরা
Monday October 9, 2017 , 5:57 pm
মুহুর্তের মধ্যে আওয়ামী আইনজীবী সদস্যরা হুমড়ি খেয়ে পড়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপর
বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ পন্ড করে দিয়েছে ও আওয়ামী আইনজীবীরা
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : প্রধান বিচারপতি এস কে সিনহা কেন্দ্র করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির দ্বিতীয় দিনে আওয়ামী আইনজীবীদের প্রতিবন্ধকতা সৃষ্টি ব্যানার ছিনিয়ে নেয়াসহ ধাক্কাধাক্কির মধ্যে বিএনপির কর্মসূচি পন্ড করে দিয়েছে আওয়ামী আইনজীবী পরিষদ।আজ (৯-১০-১৭) সোমবার দুপুর একটায় শহীদ আঃ রব সেরনিয়াবাত আইনজীবী ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী সদস্যরা ব্যানার মেলে মানববন্ধন বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালনের মুহুর্তের মধ্যে আওয়ামী আইনজীবী সদস্যরা হুমড়ি খেয়ে পড়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপর।এসময় আওয়ামী আইনজীবী বিএনপি পন্থি আইনজীবীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে চলে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির মধ্যে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পন্ড হয়ে যায়।পরে এক প্রর্যায়ে বিএনপি পন্থিরা শহীদ আঃ রব সেরনিয়াবাত আইনজীবী ভবনের সামনে দাড়িয়ে সমাবেশ করার চেষ্টা করলে সেখানেও আওয়ামী আইনজীবীরা প্রবেশ করে একে অপরের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিশৃঙখলা সৃষ্টি করে সমাবেশ পন্ড করে দেয়।জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন,এ্যাড: আলি আহমেদ,এ্যাড: আলি হায়দার বাবুল,এ্যাড:মহসিন মন্টু,এ্যাড: এনায়েত হোসেন বাচ্চু,এ্যাড: আবুল কালাম আজাদ।অপরদিকে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু,এ্যাড: আনিছ উদ্দিন শহীদ,এ্যাড:একে এম জাহাঙ্গির,এ্যাড: রফিকুল ইসলাম খোকনসহ অন্যান্য আইনজীবীরা বক্তব্য রাখেন।