গুরুতর আহত উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম এ গফুরকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন
বরিশালে বিএনপি’র তিন নেতার ওপর হামলা
এলাকার প্রভাব বিস্তারের জন্য জেলার গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কসহ তিন বিএনপি নেতাকে মঙ্গলবার সকালে মারধর করে আহত করেছে এক যুবলীগ নেতা ও তার সহযোগীরা। ঘটনাটি ঘটেছে টরকী বাসষ্ট্যান্ডে। গুরুতর আহত উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম এ গফুরকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা গেছে, সকাল দশটার দিকে বড় কসবা গ্রামের সাহেব আলী সরদারের পুত্র যুবদল নেতা এম এ গফুর, উপজেলা বিএনপি নেতা কাজী সরোয়ার ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল খালেক টরকী বাসষ্ট্যান্ডের আব্দুল মান্নানের হোটেলে সকালের নাস্তা খেতে যায়। এসময় আকস্মিকভাবে ক্ষমতার প্রভাববিস্তারের জন্য যুবলীগ নেতা ও চাঁদশী ইউনিয়নের ইউপি সদস্য মিলন হাওলাদারের নেতৃত্বে রাজিব হোসেন, সলেমান হাওলাদারসহ তাদের সহযোগীরা হামলা চালিয়ে ওইতিন বিএনপি নেতাকে মারধর করে আহত করে। গুরুতর আহত উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম এ গফুরকে স্থানীয়রা উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন।