Current Bangladesh Time
সোমবার জুন ১৬, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির কর্মী সম্মেলনে নেতাদের সামনে যুবদল কর্মীকে মারধর 
Wednesday April 9, 2025 , 9:09 pm
Print this E-mail this

গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কমিটি করতে এ সম্মেলন করেছি-জিয়া উদ্দিন সিকদার

বরিশালে বিএনপির কর্মী সম্মেলনে নেতাদের সামনে যুবদল কর্মীকে মারধর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে তুচ্ছ ঘটনার জেরে জ্যেষ্ঠ নেতাদের সামনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে যুবদল কর্মী মিজানুর রহমানকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (এপ্রিল ৯) বিকেলে নগরীর বান্দ রোডে সাউথ কিং রেস্টুরেন্টের নিচের হলরুমে এ ঘটনা ঘটে। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সম্মেলন হয়। এরপর এ ওয়ার্ডে কমিটি গঠনের উদ্দেশ্যে ফরম বিতরণ করে মহানগর বিএনপির নেতারা। এর আগে এক ওয়ার্ড ছাত্রদল কর্মী বসে থাকা চেয়ার সরিয়ে সামনে যেতে চাইলে মারধরের ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগীর। প্রত্যক্ষদর্শী বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম গাজী টিটু বলেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহাবুব আলম ফিরোজের নেতৃত্বে আমরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হই। তখন ওয়ার্ড যুবদল কর্মী মিজান আগে থেকে বসে থাকা এক অপরিচিত ছাত্রদল নেতাকে তার চেয়ার সরিয়ে স্টেজের পেছনে যাওয়ার জন্য রাস্তা করে দিতে বলে। এরপরই মিজানের ওপর চেয়ারে বসে থাকা ছাত্রদল কর্মীসহ ১০-১৫ জন হামলা করে বেধড়ক মারধর করে। সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্নে আমরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করিনি। হামলাকারীরা কার সঙ্গে রাজনীতি করে তা আমরা নিশ্চিত নই। তাদের শনাক্ত করে বিচারের দাবি জানান তিনি। ঘটনার সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ ১০ জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, সামনে বসা নিয়ে এমন ঘটনা ঘটেছে। পরে তাদের শান্ত করে সুষ্ঠুভাবে সম্মেলন হয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কমিটি করতে এ সম্মেলন করেছি।




Archives
Image
ডেঙ্গু ও করোনা সচেতনতায় বরিশালে মাঠে নামলো এনসিপি
Image
বরিশালে প্রথমবারের মতো করোনা শনাক্ত
Image
বরিশালে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
Image
ঈদের ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত