বাংলাদেশ এখন ভারতের পুতুল সরকারে পরিণত হয়েছে, যার কারণে দেশে গণতন্ত্র নেই – সরোয়ার
বরিশালে বিএনপির অবস্থান কর্মসূচী পালন
বেগম খালেদার জিয়া ও বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের প্রতিবাদে বরিশালে অবস্থান কর্মসূচী পালন করেছে মহানগর সহ জেলা দক্ষিন ও উত্তর জেলা বিএনপি। গত বৃহস্পতিবার সকাল এগারটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান সমাবেশ করে তারা। এখানে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার সভাপতির বক্তব্যে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনিত ১৪হাজার কোটি টাকার দূর্নীতি মামলা যদি মিথ্যা হয় অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২ কোটি টাকা দূর্নীতির মাধ্যমে আত্মসাত করেছে এ অভিযোগ দেশের জনগনের বুঝতে বাকি নেই। দেশের জনগন আজ বুঝে গেছে ডাল মে কুচ কালা হ্যায়। বাংলাদেশ এখন ভারতের পুতুল সরকারে পরিণত হয়েছে। যার কারণে দেশে গণতন্ত্র নেই; আর গণতন্ত্র না থাকলেদেশের অভাবণীয় ক্ষতির সম্মুখীন। এর ফলে বর্তমান অবৈধ সরকারের আমলে দেশের অথনীতি সহ প্রতি ক্ষেত্রে অরাজকতার সৃষ্টি হয়েছে। অবৈধ আওয়ামীলীগ আবারো সুকৌশলে ২০১৪ সালের মত আরেকটি নির্বাচনের মাধ্যমে আবারো অবৈধভাবে সরকার গঠন করতে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পুরে রেখেছে। সরোয়ার আরো বলেন ওরা পুলিশ দিয়ে যত মিথ্যা মামলা আর গ্রেফতার করবে ততই গনতন্ত্র উদ্ধার আন্দোলনের শক্তি বৃদ্ধি পাবে। এসময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অবস্থান কর্মসূচি পালন কালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজব উদ্দিন ফরহাদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন, মহানগর সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, দক্ষিন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর সাবেক যুগ্ম সম্পাদক বিএনপি নেতা এ্যাড. আলী হায়দার বাবুল, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবস্থান কর্মসূচি অংশ গ্রহন করেন।