বরিশালে বিআইডব্লিউটিএ’র আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বাঙালীর মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায়। বরিশাল বিআইডব্লিউটিএ’র আয়োজনে, ডিইপিটিসি, বান্দরোড বরিশাল এর কর্যালয়ে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিআইডব্লিউটিএ এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর ও পরিবহন কর্মকর্তা বরিশাল নদী বন্দর মোঃ আজমল হুদা মিঠু সরকার। বিশেষ অতিথি ছিলেন মোঃ জয়নুল আবেদীন উপ-প্রধান চিকিৎসক কর্মকর্তা বিআইডব্লিউটিএ, অধ্যক্ষ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল, ক্যাপ্টেন জি এ এমন আলী রেজা। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী বরিশাল ডিভিশন মামুন-অর-রশিদ, মোঃ আব্দুল মালেক উপ-পরিচালক হিসাব শাখাসহ সকল কমিটির সদস্যরা এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অতিথিরা আলোচনায় মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরেন। পরে ৭০ জন কর্মকর্তা-কর্মচারী সেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহে সার্বিক সহযোগিতা করেন বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের ডাক্তার এবং মেডিকেল কলেজের সদস্য বৃন্দরা।