Current Bangladesh Time
সোমবার ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে চালক-যাত্রী নিহত 
Thursday December 7, 2023 , 8:54 pm
Print this E-mail this

আহত অজ্ঞাত এক নারীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে

বরিশালে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে চালক-যাত্রী নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে থ্রি-হুইলারের চালক ও যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত অজ্ঞাত এক নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (ডিসেম্বর ৭) সন্ধ্যায় বরিশাল ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জা‌নি‌য়ে‌ছেন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি। নিহতরা হলেন-থ্রি-হুইলার যাত্রী বরিশাল সিটি কর্পোরেশনের পানি শাখার কর্মচারী ও বাবুগঞ্জ উপজেলার ছয় মাইল এলাকার আলতাফ হাওলাদারের ছেলে মো: সেন্টু হাওলাদার (৩২) এবং একই উপজেলার রহমতপুর এলাকার যশোধা জীবন লাল দাসের ছেলে ও থ্রি-হুইলার চালক মতি লাল দাস (৫০)। বরিশাল মে‌ট্রোপ‌লিটন পুলিশের এয়ারপোর্ট থানার এসআই মো: আব্দুস সালাম বলেন, মাগরিবের আজানের পর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ থেকে বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে থ্রি-হুইলার রওনা দেয়। থ্রি-হুইলার বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় পৌঁছালে চাকলাদার পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলার থেকে ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো: লোকমান হোসেন বলেন, দুর্ঘটনার পর আহত তিনজনের মধ্যে দু’জন মারা গেছেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর চাকলাদার পরিবহনের চালকসহ বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুই থানার ওসি।
Archives
Image
পুকুরে মিলল ইলিশ, ওজন প্রায় এক কেজি
Image
বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
Image
বরিশালে আগুনে পুড়েছে রেস্তোরাঁ, আহত বিএম কলেজের ছাত্রী
Image
বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
Image
বরিশালে নৌ-পুলিশ ও মৎস বিভাগের যৌথ অভিযান : ৪০০ কেজি জাটকা জব্দ