|
তিনি কাউনিয়ার ‘এরশাদ ম্যানসন’ ভাড়া নিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন
বরিশালে বস্তাভর্তি গাঁজাসহ মাদক বিক্রেতা শামীম খলিফা গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহর থেকে বস্তাভর্তি গাঁজাসহ মো. শামীম খলিফা (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দ (ডিবি) পুলিশ। শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তাকে শহরের ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া প্রধান সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম খলিফা বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠি খলিফা বাড়ির সালাউদ্দিন খলিফার ছেলে। বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক বরিশালটাইমসকে জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজী অভিযান চালিলে শামীম খলিফাকে গ্রেপ্তার করেন। ওই সময় তার কাছ থেকে একটি বস্তাভর্তি চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, শামীম খলিফার বাড়ি উজিরপুরে হলেও তিনি কাউনিয়া প্রথম সড়কের ‘এরশাদ ম্যানসন’ ভাড়া নিয়ে বসবাস করে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচলনাকারী ইউনুস আলী ফরাজী।
Post Views: ০
|
|