দুইশত অসহায় ও এতিম শিশুর মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়
বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিনে সাদিক আবদুল্লাহ’র পক্ষে মিষ্টি বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্’র পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। ‘‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশে খুশির দিন”-এ শ্লোগানকে সামনে রেখে শনিবার বরিশাল শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্নবাসণ কেন্দ্রের দুইশত অসহায় ও এতিম শিশুর মাঝে এই মিষ্টি বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির। বরিশালের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেশ মাইন্ড গ্রুপের আয়োজনে মিষ্ট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্নবাসণ কেন্দ্রর উপ-প্রকল্প পরিচালক শুভঙ্কর ভট্টাচার্য, ফ্রেশ মাইন্ড গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মোঃ মাসুদ রানা, এডমিন মিনার রহমান রিন্টু, এডমিন ওয়াদুদুর রহমান সোহেল মোল্লা, মডারেটর মালা রাখাইন প্রমুখ।