প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে বঙ্গবন্ধুর ছবি বিকৃত মামলা প্রত্যাহার করে নিয়েছে ওবায়দুল্লাহ সাজু
Monday July 24, 2017 , 1:19 pm
মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন-এর নির্দেশে ৬ জন পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়
বরিশালে বঙ্গবন্ধুর ছবি বিকৃত মামলা প্রত্যাহার করে নিয়েছে ওবায়দুল্লাহ সাজু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগৈলঝাড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বাদী আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, সৈয়দ ওবায়দুল্লাহ সাজু । রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে’র আদালতে বাদী হাজির হয়ে তার লিখিত দিয়ে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নেন। গাজী তারিক সালমন বর্তমানে বরগুনা সদর উপজেলার ইউএনও। মামলার বাদী বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু মামলা প্রত্যাহারের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে মামলাটি খারিজ করে দেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু বলেন, শিশুর আঁকা বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি ছাপানোর বিষয়টি নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে ভুলের অবসান হয়েছে। এ কারণে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। তিনি আরো বলেন, আমি ভুল বুঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলাম। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পারি। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন। এর আগে বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন এর হাতে হ্যান্ডকাপ পরানোসহ তাকে অবমাননার অভিযোগে বরিশাল আদালতের গারদখানার দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক সহ ৬ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। শনিবার রাত ২টার দিকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন এর নির্দেশে তাদেরকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন: আদালতে মেট্রোপলিটন গারদের ইনচার্জ উপ-পরিদর্শক নৃপেন দাস, এটিএসআই শচীন মন্ডল ও মাহাবুল, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন, হানিফ ও সুখেন। উল্লেখ্য, গত বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আগৈলঝাড়ায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিলো। চিত্রাংকনের বিষয় ছিল ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। সিদ্ধান্ত ছিল ওই প্রতিযোগীতায় আঁকা যে ছবি প্রথম হবে, সেই ছবি স্বাধীনতা দিবসের কার্ডের পেছনে ছাঁপা হবে। সেটাই করা হয়েছে। এতে বঙ্গবন্ধুর ছবি কিভাবে বিকৃত করা হলো বুঝতে পারছেন না ইউএনও তারিক সালমন। আমন্ত্রনপত্রের পেছনের পাতায় বঙ্গবন্ধুর বিকৃত ছবি ছাঁপানোয় জাতীর মানহানী হয়েছে অভিযোগে গত ৭ জুন আগৈলঝাড়ার ততকালীন ইউএনও গাজী তারেক সালমানের বিরুদ্ধে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ কোটি টাকার মানহানী মামলা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু। ওই মামলায় গত বুধবার (১৯ জুলাই) বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন গাজী তারিক সালমন। ওই দিন সকাল সাড়ে ১১টায় প্রকাশ্য আদালতে বিচারক মো. আলী হোসাইন আসামীর জামিন আবেদন নামঞ্জুরের মৌখিক আদেশ দেন। এরপর পরই আদালতে দায়িত্বরত পুলিশের এএসআই শচিন সহ কয়েকজন সদস্য ইউএনও তারিক সালমনকে হাতধরে টেনে আদালতের হাজত খানায় নিয়ে যান।