মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বকেয়া বেতনের দাবিতে বিসিসি’র হিসাব শাখা তালাবদ্ধ করে দিয়েছে কর্মকর্তা-কর্মচারী। সাপ্তাহিক বন্ধের দিনে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে ঠিকাদারী বিলের পরিশোধের অনুমোদন দিচ্ছিল বিসিসি-এই খবরে সন্ধ্যায় বিসিসিতে আন্দোলন শুরু করে কর্মচারীরা। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা জানান, গত ৫ মাস ধরে প্রায় ১ হাজার ৪শ’কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে। তাদের বকেয়া বেতন ভাতা না দিয়ে সাপ্তাহিক ছুিটর দিনে গোপনে ঠিকাদারদের বিলের টাকা পরিশোধের জন্য চেক প্রস্তুত করতে আসেন হিসাব শাখার কর্র্মকর্তা-কর্মচারীরা। এই বিষয়টি নগর ভবন চত্বরে বিশেষ সভা করতে গিয়ে বিষয়টি অবহিত হয় কর্মচারীরা। ফলে ক্ষুব্ধ কর্মচারীরা হিসাব শাখা তালাবদ্ধ করে দেয়। বিষয়টি জানতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামানের মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। একই বিষয় জানতে সিটি মেয়র আহসান হাবিব কামালের মোবাইলে কল দিলে তাও বন্ধ পাওয়া যায়।