Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বকয়ো বেতনের দাবিতে বিসিসি’র হিসাব শাখায় তালা ! 
Saturday February 17, 2018 , 6:39 pm
Print this E-mail this

গত ৫ মাস ধরে প্রায় ১ হাজার ৪শ’কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে

বরিশালে বকয়ো বেতনের দাবিতে বিসিসি’র হিসাব শাখায় তালা !


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বকেয়া বেতনের দাবিতে বিসিসি’র হিসাব শাখা তালাবদ্ধ করে দিয়েছে কর্মকর্তা-কর্মচারী। সাপ্তাহিক বন্ধের দিনে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে ঠিকাদারী বিলের পরিশোধের অনুমোদন দিচ্ছিল বিসিসি-এই খবরে সন্ধ্যায় বিসিসিতে আন্দোলন শুরু করে কর্মচারীরা। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা জানান, গত ৫ মাস ধরে প্রায় ১ হাজার ৪শ’কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে। তাদের বকেয়া বেতন ভাতা না দিয়ে সাপ্তাহিক ছুিটর দিনে গোপনে ঠিকাদারদের বিলের টাকা পরিশোধের জন্য চেক প্রস্তুত করতে আসেন হিসাব শাখার কর্র্মকর্তা-কর্মচারীরা। এই বিষয়টি নগর ভবন চত্বরে বিশেষ সভা করতে গিয়ে বিষয়টি অবহিত হয় কর্মচারীরা। ফলে ক্ষুব্ধ কর্মচারীরা হিসাব শাখা তালাবদ্ধ করে দেয়। বিষয়টি জানতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামানের মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। একই বিষয় জানতে সিটি মেয়র আহসান হাবিব কামালের মোবাইলে কল দিলে তাও বন্ধ পাওয়া যায়।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম