|
দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন দৌড়ঝাঁপ
বরিশালে বইছে সিটি কর্পোরেশনে নির্বাচনী হাওয়া
স্টাফ রিপোর্টার : বরিশালে বইছে সিটি কর্পোরেশনে নির্বাচনী হাওয়া।সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও বসে নেই সম্ভাব্য মেয়র প্রার্থীরা। এখন থেকেই মাঠে সরব তারা।নানাভাবে প্রচারও চালাচ্ছেন।দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন দৌড়ঝাঁপ।বরিশালে আওয়ামী লীগের মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।তিনি প্রায় চার বছর ধরে নির্বাচনকেন্দ্রিক তৎপরতা চালাচ্ছেন।মহানগরের প্রতিটি ওয়ার্ডে তার বিলবোর্ড,ব্যানার সাঁটানো আছে।এ ছাড়া মনোনয়ন পেতে আগ্রহী মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী ও সহসভাপতি আফজালুল করীম,জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক, প্রয়াত মেয়র শওকত হোসেনের স্ত্রী সাংসদ জেবুন্নেছা আফরোজ,আবদুর রব সেরনিয়াবাতের ছোট ছেলে খোকন সেরনিয়াবাতসহ আরও কয়েকজন।সাদিক আবদুল্লাহ জানান, দলের নেতা-কর্মীরা তাকে মেয়র হিসেবে দেখতে চান।তারাই মূলত: এই প্রচার-প্রচারণা করছেন বা চালাচ্ছেন।অন্যদিকে বিএনপি’র দলীয় সূত্র জানায়, দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার,বর্তমান মেয়র আহসান হাবিব,কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান,দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হকসহ অন্তত নয়জন নেতা প্রার্থী হওয়ার দৌড়ে আছেন।মজিবর রহমান সরোয়ার বলেন,তার ইচ্ছে সংসদ নির্বাচন করার।দল চাইলে অবশ্যই তিনি মেয়র নির্বাচন করবেন।
Post Views:
৮৮
|
|