ঘটনায় জড়িত দু’জন পলাতক, তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ
বরিশালে ফেসবুকে স্কুলছাত্রীকে নির্যাতন, গ্রেপ্তার ৬
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে এক স্কুলছাত্রীকে নির্যাতন। এই ঘটনায় অভিযুক্ত অন্তত ৬ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল পুলিশের সাইবার ক্রাইম টিম। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. তানভির হোসেন আরিফ (১৯), মো. ইমরান হোসেন তুষার (১৭), মো. তাজবির রায়হান (১৭) মো. তাজিবুল হাসান সায়েম (১৭), মো. ফয়সাল হোসেন (১৮) এবং মো. সিয়াম হোসেন (১৮)। এই ঘটনায় জড়িত মো. মুরাদ (১৮) ও মো. মমিনুল ইসলাম (১৮) নামে আরও দু’জন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, প্রেম সম্পর্কের জেরে এক ছাত্রীকে গত ১৮ নভেম্বর গ্রেপ্তার তানভিরসহ অন্যরা ডেকে নিয়ে যায় শহীদ আব্দুর রব সেরনিয়াত (দপদপিয়া) সেতুর ঢালে। সেখানে ফেসবুক লাইভ করে স্কুলছাত্রীকে সকলে মিলে মারধর করে। এই ভিডিওটি সম্প্রতিকালে ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমানের নজরে আসে। মুলত তার নিদের্শনায়ই বৃহস্পতিবার বরিশাল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানে অংশ নেয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও মিডিয়া শাখার সদস্য ওবায়দুল হক জানান, ঘটনায় স্কুলছাত্রীর বাবা কোতয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার ৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক বাকি দুইজনকেও গ্রেপ্তারে পুলিশের সাইবার ক্রাইম টিম কাজ করছে বলেও জানান তিনি।