Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ৮, ২০২৫ ৫:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি শেয়ার, গ্রাম্য ডাক্তার আটক 
Wednesday December 6, 2017 , 1:48 pm
Print this E-mail this

উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এ ব্যপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে – ওসি

বরিশালে ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি শেয়ার, গ্রাম্য ডাক্তার আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আত্মঘাতী নামের একটি আইডি থেকে পোষ্ট করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ করা ছবি শেয়ার করে ছড়িয়ে দেয়ায় লুৎফর রহমান (৪০) নামের এক গ্রাম্য ডাক্তারকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জানান, আটককৃত গ্রাম্য ডাক্তার লুৎফর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাইসাঙ্গা গ্রামে। সে বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে ঘরজামাই থেকে গ্রাম্য ডাক্তারী পেশায় কর্মরত ছিলেন। বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ফেসবুকে আত্মঘাতী নামের একটি আইডি থেকে পোষ্ট করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ করা ছবি শেয়ার করার অভিযোগে গ্রামবাসী লুৎফর রহমান নামের এক গ্রাম্য চিকিৎসককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ইলুহার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদি হয়ে তথ্য প্রযুক্তি আইনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওসি আরও জানান, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এ ব্যপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা