প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে ফেসবুকে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটুক্তি করায় পল্লী চিকিৎসক আটক
Friday March 23, 2018 , 1:25 pm
তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতহানার অপরাধে মামলা দায়ের’র প্রস্তুতি চলছে
বরিশালে ফেসবুকে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটুক্তি করায় পল্লী চিকিৎসক আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় বরিশালের উজিরপুরে প্রফুল্ল হালদার (৩৭) নামে হিন্দুধর্মালম্বী এক পল্লী চিকিৎসককে প্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ উপজেলার শিকারপুর বন্দর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক প্রফুল্ল শিকারপুর বাজারের বিষ্ণুপ্রিয়া ফার্মেসীর মালিক ও পল্লী চিকিৎসক। সে উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব মুন্ডপাশা গ্রামের মনোরঞ্জন হালদারের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানা গেছে, শিকারপুর বাজারের ঔষধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক প্রফুল্ল হালদার তার বিষ্ণুপ্রিয়া ফার্মেসী নামীয় একটি ফেসবুক আইডি থেকে গত ২৫ ফেব্রুয়ারি ইসলাম ধর্ম, মক্কা শরীফ ও নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অশালীন কটুক্তিমূলক কয়েকটি স্ট্যাটাস শেয়ার করে। আর সেই কটুক্তিমূলক মন্তব্যের পোস্ট ও স্ট্যাটাসগুলো স্ক্রিনশর্ট আকারে ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে উঠে উজিরপুরের সর্বত্র। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মুসলিম জনতা বিক্ষুব্ধ হয়ে ওই ফার্মেসী ব্যবসায়ির দোকান ঘেরাও করলে তাৎক্ষনিক শিকারপুর ক্যাম্প পুলিশ সদস্যরা অভিযুক্ত ব্যবসায়ী প্রফুল্লকে আটক করে। শিকারপুর বাজারের স্থানীয় বাসিন্দা মিঠু বেপারি বলেন, আমি ও রামিম সিকদারসহ কয়েকজন এ বিষয়টি প্রথম দেখি এবং আইডি থেকে শেয়ার করা পোস্টগুলো স্ক্রিনশর্ট দিয়ে রাখি। এরপর আমরা নিশ্চিত হয়েছি যে ফেসবুক আইডিটি ঔষধ ব্যবসায়ী প্রফুল্লর। ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানিয়েছেন, ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটুক্তি করায় ব্যবসায়ি প্রফুল্লকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতহানার অপরাধে মামলা দায়ের’র প্রস্তুতি চলছে।