কয়েকটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই সে মাদকের ব্যবসা করে আসছে
বরিশালে ফেন্সিডিলসহ সরকারি আইন কর্মকর্তা ‘এজিপি’ আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ফেন্সিডিলসহ সাইদুল হক খান জুয়েল নামে এক আইনজীবীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী গ্লাডিয়টর প্রসিকিউটর (এজিপি- সরকারি আইন কর্মকর্তা)। তার স্ত্রী এ্যাড. মুক্তি আক্তার প্রশাসনিক ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। শনিবার (২০ জানুয়ারী) সকালে তাকে নগরীর নাজিরমহল্লার নিজ বাড়ি থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ ১৯ বোতল ফেন্সিডিল সহ আটক করে। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এস আই সত্যরঞ্জন খাসকেল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইদুল হক এর নেতৃত্বে এ্যাড.সাইদুল হক খান জুয়েল এর বাসায় অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। এ্যাড. জুয়েলের কয়েকটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই সে মাদকের ব্যবসা করে আসছে। নিজ ঘরে এবং পবিত্র স্থান আদালত চত্ত্বরে তার চেম্বারে ফেন্সিডিল রেখে তা খুচরা মূলে বিক্রি করে আসছিলো। তার সঙ্গে আদালতের আরো কয়েকজন আইনজীবী জড়িত বলে জানিয়েছেন সূত্রগুলো।