|
ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করারও দাবী জানান বক্তরা
বরিশালে ফুলবাড়ি দিবস পালন ও শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
শামীম আহমেদ : বরিশালে ফুলবাড়ি দিবস পালন উপলক্ষে সমাবেশ,র্যালি ও শহীদ মিনারে শহীদদের স্মরণে পূষ্পামাল্য অর্পন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বরিশাল জেলা শাখা।এ উপলক্ষ্যে তারা নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে সদররোডে সমাবেশ করে।বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড: একে আজাদের সভাপতিত্বে সমাবেশে এসময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যাপক জলিলুর রহমান, নৃপেন্দ নাথ বাড়ৈ, সুভয় বিশ্বাস, সাইদুর রহমান, দিপংকর কুন্ড, মিঠুন চক্রবর্তী ও নবীন আহমেদ প্রমুখ।এসময় বক্তারা বলেন, বর্তমান শাষকদল তৎকালীন বিরোধী দলে থাকাকালিন সময়ে বলেছিলেন তারা ক্ষমতায় আসলে তেল-গ্যাস জাতীয় সম্পদ রক্ষা করার যে ওয়াদা করেছিলেন আজ ক্ষমতার মসনদ দখল করে রাখার কারণে দেশের জাতীয় সম্পদ ধ্বংস করে দিচ্ছে।বক্তরা আরো বলেন, দূর্নীতির দায়মুক্তি আইন বাতিল করা সহ দালারদের বিচারসহ রক্তেলেখা ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করারও দাবী জানান।সেই সাথে অবিলম্বে ফুলবাড়ি নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।পরে সদররোড হয়ে র্যালি করে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে ফুলবাড়ি আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ তরিকুল, সালেকিন, আল আমিন, বীর যোদ্ধা বাবুল রায়, প্রদীপদের স্মরণে পূস্পার্ঘ্য অর্পন করে।
Post Views:
৯৮
|
|