|
অনুষ্ঠান উদ্বোধন করেন ১৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বাচ্চু
বরিশালে প্লান্ট এগ্রো কেয়ার ফ্যাক্টরির উদ্বোধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকায় প্লান্ট এগ্রো কেয়ার ফ্যাক্টরির উদ্বোধণ করা হয়। কেক কেটে ফ্যাক্টরির উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি ১৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন প্লান্ট এগ্রো কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর নাইমুল হাসান সোহাগ বরিশাল সদর উদ্ভিদ সংরক্ষণ অফিসার আ: সালাম, কৃষি উপ সহকারী কর্মকর্তা আল আমিন, ম্যানেজিং পার্টনার সোহেল, পার্টনার লোকমান হাকিম (রংপুর), হাটখোলার বিশিষ্ট ব্যবসায়ী মনা, মিজানুর রহমান রক্তিম, হারতার ব্যবসায়ী সুশিল বড়াল, সিনজেনটার পরিবেশক আবুল কালাম, লোকন’র অফিসার আবুল কালাম আজাদ, আর্য্য ফুডের স্বত্বাধীকারী আব্দুল্লাহ ফারুক রাজু, মাকসুদুর রহমান, হাটখোলার ব্যবসায়ী সোহাগ, আরিফুর রহমান, কোম্পানীর মার্কেটিং অফিসার ওবাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, ম্যাক ইন্টার ন্যাশনাল’র ডিরেক্টর সুমন, আ’লীগ নেতা সুশিল, বিশিষ্ট ব্যবসায়ী সানাউল হক টিপু, মাসুম, শোভন, রিয়াজ পাটোয়ারী প্রমূখ।
Post Views:
১২২
|
|