|
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” স্লোগান নিয়ে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ। সোমবার সকালে বরিশাল জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে নগরীর সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে অশ্বিনী কুমার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মোহাম্মদ রুহুল আমিন ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। এছাড়াও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। অশ্বিনী কুমার হলে মোট ১১টি স্টলে প্রাণিসম্পদ প্রদর্শন করা হয়।
গতকাল সোমবার সকালে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সূমী সভাপতিত্বে বক্তৃতা দেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মচারী নজরুল ইসলাম, মো.সাকায়েত হোসেন প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, ছাত্র ছাত্রী, শিক্ষক, খামারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Post Views:
৭৬০
|
|