সাবেক মেম্বারের দোকান নির্মাণ এবং বর্তমান মেম্বার ওই কাজ বন্ধ করে দেওয়ায় এলাকায় দুটি পক্ষের সৃষ্টি
বরিশালে প্রবেশপথের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদীতে গণশৌচাগারে প্রবেশপথের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত সাবেদ আলী সিকদারের পুত্র সাবেক ইউপি সদস্য আবুল হোসেন সিকদার ওরফে আবুল মেম্বার সেলিমপুর বাজারের গণশৌচাগারে প্রবেশপথের খাস জায়গা দখল করে দোকান নির্মাণ করছেন। জানাগেছে ৮/১০ বছর আগে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য সরকারি বরাদ্দে সেলিমপুর বাজারে গণশৌচাগার নির্মাণ করা হয়। আবুল হোসেন ওরফে আবুল মেম্বার বাটামারা ইউপি সদস্য থাকাকালীন গণশৌচার সংলগ্ন জমি দাবী করেননি। শনিবার আবুল মেম্বার গণশৌচারে প্রবেশপথের সরকারি জমি নিজের দাবী করে দোকানঘর নির্মাণ শুরু করেন। এনিয়ে বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় সাধারণের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হলে ওই এলাকার মেম্বার ইয়ার হোসেন রানা রবিবার সকাল ৯টার দিকে দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেন। সাবেক মেম্বারের দোকান নির্মাণ এবং বর্তমান মেম্বার ওই কাজ বন্ধ করে দেওয়ায় এলাকায় দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। সাবেক মেম্বার লোকজন নিয়ে পুনঃরায় দোকান নির্মাণ করতে গেলে যেকোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেছেন স্থানীয়রা। তবে সরকারি জায়গায় দোকান নির্মাণের বিষয়ে ভিন্নমত দিয়েছেন বাজার কমিটি। সেলিমপুর বাজার কমিটি সভাপতি ও বাটামারা ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম সিকদার জানান সাবেক ইউপি সদস্য আবুল হোসেন সিকদার ৩০/৩৫ বছর আগে সেলিমপুর বাজারে একটি দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছিলেন। বর্তমানে সেখানে মুক্তিযোদ্ধাদের ভবন নির্মাণ করায় বাজার কমিটি আবুল হোসেন সিকদারকে গণশৌচাগারের সামনে একটি দোকানঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে বাধা দেওয়ার বিষয়টি অযৌক্তিক। এব্যাপারে আবুল হোসেন সিকদার জানান, তার জায়গায় মুক্তিযোদ্ধাদের অফিস নির্মাণ করায় বাজার কমিটি ও মুক্তিযোদ্ধারা গণশৌচাগারের সামনে দোকান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বাধা আসলে বাজার কমিটি এবং মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেবেন।