খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে – সত্য রঞ্জন খাসকেল
বরিশালে প্রতিপক্ষের হামলায় অন্তসত্ত্বা রক্তাক্ত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরে পূর্ব শত্রুতার জের ধরে রত্না আক্তার (১৯) নামে সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ মার্চ) দুপুরে শহরের ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশ গোডাউন সংলগ্ন চতুর্থ হাউজিং এলাকায়। আহতের স্বজনেরা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী সুকুমার বৈদ্য, তার স্ত্রী তুলি বৈদ্য ও তাদের সন্তান শুভ্র বৈদ্য শুক্রবার দুপুরে হঠাৎ রত্নার ওপর হামলা চালান। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন তারা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত রত্নার স্বামী লিংকন সরকার বলেন, তিনি স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এক মাস আগে বরিশালে বোনের কাছে আসেন। পূর্ব শত্রুতার জের ধরে তারা তার ওপর অমানবিক হামলা চালায়। রত্নাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভের শিশুর অবস্থা বোঝা যাবে বলে জানানিয়েছে চিকিৎসক। এ ঘটনায় আহত নারীর মামা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন লিংকন সরকার। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার সত্য রঞ্জন খাসকেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।