মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল এক মাদক সরবরাহকারীর পেটে অস্ত্রপচার করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ মে) বেলা ১২টার দিকে নুরে আলম নামে ওই ব্যক্তির পেট অপারেশন করে এই ইয়াবা উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা। ইয়াবা উদ্ধারের পরে নুরে আলমকে পুলিশ প্রহরায় শেবাচিমে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। নুরে আলম লক্ষ্মীপুর জেলার চরসীতা গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে। বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ জানায়, ১০ হাজার টাকার বিনিময়ে সে মলদ্বারে এই ইয়াবা নিয়ে লক্ষ্মীর থেকে গত মঙ্গলবার রাতে বরিশাল এসে পৌঁছেন। ওই রাতে বরিশাল নগরীর রূপাতলী এলাকার একটি বাড়িতে অবস্থান নেয় নুরে আলমসহ ৪ মাদক ব্যবসায়ি। তাদের পরিকল্পনা ছিল এক গ্রাম্য ডাক্তারের সহায়তায় ইয়াবাগুলো পেট থেকে বের করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবেন। কিন্তু তার আগেই বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ এ খবর পেয়ে ওই রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরে আলম তার পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। বুধবার সকালে তাকে হাসপাতালে ডাক্তারদের কাছে নিয়ে যায় মেট্রোপলিটন ডিবি পুলিশ। বেলা ১২টার দিকে সেখানে অস্ত্রপচার করে তার পেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। শেবাচিমের চিকিৎসক ডা. ইখতিয়ার আহসান বলেন, এই ইয়াবা একটি কনডমে ভরে তার মলদ্বারে প্রবেশ করানো হয়েছিল। পরে ওই ইয়াবা সরে গিয়ে তার পাকস্থলিতে অবস্থান নেয়। অস্ত্রপচার ছাড়া এই ইয়াবা বের করার কোন উপায় ছিল না। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক জানান, এই ঘটনায় আটক অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ৪ জনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।