|
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে এ গণ স্বাক্ষর কর্মসূচি পালিত হয়
বরিশালে পৃথক ভাবে মহানগর, দক্ষিন ও উত্তর জেলা বিএনপির গণ স্বাক্ষর কর্মসূচি পালন
বিএনপি চেয়্যারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা, ভূয়া ও জাল নথির মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে গণ স্বাক্ষর কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ (১৭-০২-১৮) দুপর ১২ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর জেলা ও মহানগর বিএনপি দলূয় কার্যলয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত গণ স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুজ্জামন খান ফারুক, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু সরদার, সাবেক মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক এ্যাড. আলি হায়দার বাবুল মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক বিসিসি প্যানেল মেয়র আলহাজ্ব কে এম শহিদুল্লাহ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে গণ স্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়। এর পাশেই গণ স্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন দক্ষিন জেলা বিএনপি জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে গণ স্বাক্ষরে বইতে স্বাক্ষর করে কর্মসূচির উদ্বোধন করেন যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, কোতয়ালী বিএনপি সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু, কোতয়ালী বিএনপি সাবেক সভাপতি আজিজুল হক আক্কাস, সম্পাদক আলহাজ্ব মন্টু খান, নসির হাওলাদার, নাসির জমাদ্দার, জেলা ছাত্রদল সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লব প্রমুখ। অপরদিকে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত গণ স্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। উত্তর জেলা বিএনপি আয়োজিত গণ স্বাক্ষর কর্মসূচিতে আরো অংশ নেয় উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খান, মুলাদী বিএনপি যুগ্ম সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম মিঠু, পৌর বিএনপি সভাপতি আঃ রউফ খান, উত্তর জেলা বিএনপি দপ্তর সম্পাদক নুরুল আলম রাজু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা সহ মহিলাদল, যুবদল, ছাত্রদল ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির গণ স্বাক্ষর কাগজে স্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে তারা স্বাক্ষর করেন।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
২৭৮
|
|