উভয়ের লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে
বরিশালে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার উজিরপুর ও গৌরনদী উপজেলায় পৃথক ঘটনায় বাকী বিল্লাহ (৩২) ও হান্নান ফকির (৫৫) নামের দুই ব্যক্তির মারা গেছেন। এরমধ্যে রবিবার সন্ধ্যায় উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকী বিল্লাহ নামের একজন ইলেকট্রিশিয়ান মারা গেছে। সে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রাজাপুর গ্রামের আলী আহম্মদের পুত্র। শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, বাকী বিল্লাহ বৈদ্যুতিক তারে সংযোগ দিতে গিয়ে ওইদিন বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে কুয়েত প্রবাসী পুত্র আলী ফকিরের কাছে কোরবানির পশু কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন হান্নান ফকির। সে গৌরনদী উপজেলায় পূর্ব ডুমুরিয়া গ্রামের মৃত মফেজ ফকিরের পুত্র। উভয়ের লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।