Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশ হেফাজতে খালেদা জিয়ার মুক্তির শ্লোগান, মূল হোতা আরিফুরকে মারধর 
Wednesday November 7, 2018 , 2:37 pm
Print this E-mail this

কোর্ট পুলিশ আলম ঢ়ারী ও আরিফুর রহমানকে উশৃঙ্খল দাবী করে, ঘটনাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা

বরিশালে পুলিশ হেফাজতে খালেদা জিয়ার মুক্তির শ্লোগান, মূল হোতা আরিফুরকে মারধর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশাল আদালতের গারদ খানায় শ্লোগান দিয়েছে বিএনপির কর্মীরা। প্রায় ঘন্টাব্যাপী শ্লোগানে অতিষ্ট হয়ে কোর্ট পুলিশ শ্লোগানের মূল হোতা আরিফুর রহমানকে মারধর করে জেলখানায় পাঠিয়েছে। মঙ্গলবার ৬ নভেম্বর বেলা ১ টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের জেলা গারদ খানায় এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলার আসামীরা জেলা গারদ খানার ভিতরে গারদের শিক ধরে খালেদা জিয়ার মুক্তির দাবীতে শ্লোগান করে। ‘‘জেলের তালা ভাংবো খালেদা জিয়াকে আনবে’’-এই শ্লোগান দিয়ে গারদের লোহার খাচা ধরে টানা হেচরা করে। এ সময় খাচার টানা হেচরার শব্দে আদালত চত্তরে মানুষজন গারদ খানার সামনে ভীড় জমায়। কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পারছে না কোর্ট পুলিশ। পরে শ্লোগানকারী আরিফুর রহমানকে গারদ খানা থেকে বের করে ব্যাপক মারধর করে পুলিশ। মারধরের চিত্র দেখে হতবাক হয়ে পড়ে অন্যান্য সাধারণ বিচার প্রার্থীরা। মারধরের পরে কোর্ট থেকে আরিফুর রহমানকে নিয়ে যায় পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোর্ট ইন্সপেক্টর (পুলিশ পরির্দশক) মোঃ আসলাম হোসেন। তিনি এসে সকল আসামীকে জেল খানায় পাঠানোর নির্দেশ দেন। এ ব্যাপারে জেলা গারদ খানার অন্য আসামী উজিরপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আলম রাঢ়ী কান্না জড়িত কণ্ঠে বলেন, আজ তারা বিরোধী দলের কর্মী বলে তাদের অমানুষিকভাবে মারধর করল পুলিশ। গারদের ভিতরেও আরিফুর রহমানকে মারধর করে বলে জানিয়েছেন তিনি। তিনি এর বিচার আল্লাহ্’র হাতে তুলে দেন। এ ব্যাপারে জেলা গারদ খানার এটিএসআই তোফায়েল বলেন, গারদের ভিতরে তারা উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য হৈচৈ শুরু করে। পুলিশ বাধ্য হয়ে আসামীকে গারদ খানা থেকে বাহির করে নিয়ে যায়। পরিস্থিতি শান্ত হলে পূণরায় আরিফুর রহমানকে নিয়ে আসে। এ ঘটনার তদন্ত কোর্ট ইন্সপেক্টর (ওসি) মোঃ আসলাম হোসেন নিজেই করবেন বলে জানিয়েছেন। এদিকে কোর্ট পুলিশ আলম ঢ়ারী ও আরিফুর রহমানকে উশৃঙ্খল দাবী করে এ ঘটনাকে ভিন্নখাতে নেয়ার জন্য মেট্রো গারদের আসামী সুজন খান ওরফে সুমনের সাথে জেলা গারদের সুজনের হাতাহাতির ঘটনা ঘটেছে বলে প্রকাশ করেন।




Archives
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ
Image
নতুন দলের নেতৃত্বে কারা আসছেন, যা জানা গেল
Image
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির
Image
জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বৃহস্পতিবার