Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৮, ২০২৪ ২:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ 
Monday July 24, 2017 , 1:07 pm
Print this E-mail this

ভিকটিম দরজা খুললে অভিযুক্তরা তার মুখ চেপে ধরে পালাক্রমে গণধর্ষণ করেন

বরিশালে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে পুলিশ পরিচয় দিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগে ৩ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৩ জুলাই) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করে সদর উপজেলার চরহোগলা এলাকার মো: নিজাম উদ্দিন পেয়াদার স্ত্রী (২৮)। আদালতের বিচারক শেখ আবু তাহের মামলাটি সংশ্লিষ্ট ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আদেশ দেন। অভিযুক্তরা হলেন বরিশালের সদর উপজেলার চরহোগলা এলাকার মো. আবুল হোসেন হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন হাওলাদার, আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. রুবেল হোসেন এবং একই এলাকার নুর ইসলাম হাওলাদারের ছেলে মো. নান্টু হাওলাদার। এজাহার সূত্রে জানা যায়, বরিশালের চরহোগলা এলাকার মো. নিজাম উদ্দিন পেয়াদা পেশায় একজন কাঠ মিস্ত্রী। সে বিভিন্ন স্থানে গিয়ে কাঠ মিস্ত্রীর কাজ করেন। সেই সুবাদে তিনি প্রায় সময়ই বাড়িতে ফিরতো না।তার স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে একা থাকতো। অভিযুক্তরা বিভিন্ন সময় এসে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিত। এতে ভিকটিম রাজি না হলে গত ২২ জুলাই রাত ১১ টার সময় অভিযুক্তরা ভিকটিমের বাড়িতে আসে এবং পুলিশ পরিচয় দিয়ে ভিকটিমকে ঘরের দরজা খুলতে বলে। এসময় ভিকটিম দরজা খুললে অভিযুক্তরা তার মুখ চেপে ধরে পালাক্রমে গণধর্ষণ করেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।




Archives
Image
আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়ানোর আভাস
Image
শিগগির স্থগিত ৩ বিসিএস নিয়ে সিদ্ধান্ত নেবে পিএসসি
Image
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ ১৪ হাসপাতালের নাম পরিবর্তন
Image
বরিশালে পলিথিনের বিরুদ্ধে অভিযান
Image
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু