Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশ কমিশনার মোশারফ হোসেন পালন করলেন লুসি হল্টের জন্মদিন 
Tuesday December 18, 2018 , 1:23 pm
Print this E-mail this

অহিংসা আর মানব সেবাই পারে সমাজের শান্তি আনতে-লুসি হল্ট

বরিশালে পুলিশ কমিশনার মোশারফ হোসেন পালন করলেন লুসি হল্টের জন্মদিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মানবদরদী সেই লুসি হল্টের জন্মদিনকে ঠিকই মনে রেখেছেন বরিশালের পুলিশ কমিশনার মোশারফ হোসেন। ১৬ ডিসেম্বর ২০১৮ ছিলো লুসি হল্টের ৮৮ তম জন্মদিন। যিনি কিনা প্রায় ষাট বছর ধরে মানবসেবা করে যাচ্ছেন এদেশে। নিরবে ভূমিকা রেখেছিলেন মহান মুক্তিযুদ্ধে। ৭১’র যুদ্ধের সময় বর্হিবিশ্বে চিঠি লিখে জনমত গড়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। লুসির প্রত্যাশা ছিলো বাংলাদেশের নাগরিত্ব আর মৃত্যুর পর যেন তাকে কবরস্থ করা হয় বাংলার মাটি-বরিশালেই। অক্সফোর্ড মিশনের ব্রাদার জন হালদার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসলে পূরণ হয় লুসির বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তি। কাকতালিয়ভাবে সেই লুসি হল্টের জন্মদিনও বাংলাদেশের বিজয় দিবসের দিন, অর্থাৎ ১৬ ডিসেম্বর। দিনটিকে মনে রেখে বরিশালের পুলিশ কমিশনার মোশরাফ হোসেন ফুল আর কেক নিয়ে ছুটে যান অক্সফোর্ড মিশনে। নিজ হাতে কেক খাইয়ে দেন লুসি হল্টকে, জানান ফুলেল শুভেচ্ছা। খোঁজ নেন তার শারীরিক অবস্থার। এতে দারুন খুশি লুসি হল্ট। পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়ে লুসি বলেন, অহিংসা আর মানব সেবাই পারে সমাজের শান্তি আনতে। তার জন্মদিনকে কেউ মনে রেখেছেন, এটি তার জন্য বেশ আনন্দের। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন ডিবি ডিসি মোয়াজ্জেম হোসেন ভুইয়া, সহকারি কমিশনার রাসেল আহম্মেদ এবং স্টাফ অফিসার জাহিদ হাসান, মিশনের ব্রাদার জন হালদার। উল্লেখ্য, ২০১৭ সালে বরিশাল মেট্রোপুলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে লুসি হল্টকেও সংবর্ধিত করেন তৎকালিন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন। লুসির জন্য যেটি ছিলো প্রশাসনের পক্ষ থেকে প্রথম কোন সংবর্ধনা বা স্বীকৃতি।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর শ্রদ্ধাঞ্জলী




Archives
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই