অপ্রীতিকর পরিস্থিতি রোধে বিএনপি অফিসের আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ
বরিশালে পুলিশের বেষ্টনীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে পুলিশের বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র সহসভাপতি তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপি’র উদ্যোগে সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, শ্রমিক দল নেতা বশির আহম্মেদসহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার বলেন, বিএনপি চেয়ারপার্সনসহ সিনিয়র নেতৃবৃন্দকে জেলে ঢুকিয়ে অনির্বাচিত এই সরকার আবারও একটি একতরফা নির্বাচনের পায়তারা করছে। এ দেশের জনগন কোনদিন সেই নির্বাচন হতে দেবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি। এদিকে বিএনপি’র বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে বিএনপি অফিসের আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।