ঘটনায় থানায় মামলা দায়ের করে আসামিকে জেলে পাঠানো হবে
বরিশালে পুলিশের বিশেষ শাখার ভুয়া কর্মকর্তা আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরী থেকে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (ডিসেম্বর ২৬) রাতে তাকে আটক করা হয় বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো: জাকির শিকদার জানিয়েছেন। আটক অভিষেক ওরফে সোম অভি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের বাসিন্দা লক্ষণ চন্দ্র সোম ওরফে পলাশ সোমের ছেলে। সোম অভি বরিশাল নগরীর কালিবাড়ী রোডের সরদার ম্যানশনের ভাড়াটিয়া বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা চারটি পরিচয়পত্রের তিনটিতে নিজেকে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল ও একটি বাংলাদেশ পুলিশের এসআই ছোটন ইসলাম জসিম উল্লেখ করেছে। তিনটি পরিচয়পত্রে পুলিশ নম্বরও রয়েছে। এছাড়া তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড ইছাকাঠি শাহ পরান সড়কে একটি খাবার হোটেলের সামনে এসে অবস্থান নেন সোম অভি। পরে সেখানে নিজেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে জানায় এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করতে এসেছেন। পরে তালিকায় থাকা দু’জনকে ডেকে এনে টাকা দিলে নাম বাদ দেওয়া হবে বলে জানায়। তখন সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করলে পরিচয়পত্র ও ওয়াকিটকি প্রদর্শন করেন। এরপরও ওই দু’জন তাকে (এয়ারপোর্ট থানার ওসি) ফোনকল করে বিষয়টি জানিয়েছেন। পরে তিনি থানার একটি দল পাঠিয়ে পুলিশের বিশেষ শাখার ভুয়া অফিসারকে আটক করেন। তার কাছ থেকে স্পেশাল ব্রাঞ্চের তিনটি ও পুলিশের একটি আইডি কার্ড, একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আসামিকে জেলে পাঠানো হবে বলেও জানান ওসি।