প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে পাসপোর্ট করতে গিয়ে সোনিয়া বেগম নামের এক রোহিঙ্গা নারী আটক
Monday August 20, 2018 , 6:52 pm
চট্টগ্রামের ট্যাকখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বলে জানা গেছে, তার স্বামীর নাম আতিক উল্লাহ
বরিশালে পাসপোর্ট করতে গিয়ে সোনিয়া বেগম নামের এক রোহিঙ্গা নারী আটক
নিজস্ব প্রতিবেদক : বরিশালে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ আগস্ট) দুপুরে নগরীর নথুল্লাবাদস্থ বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। আটককৃত এই নারীর নাম সোনিয়া বেগম (২০)। এই নারী চট্টগ্রামের ট্যাকখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বলে জানা গেছে। তার স্বামীর নাম আতিক উল্লাহ। তিনি মালয়শিয়া প্রবাসী বলে জানান আটক এই নারী। এ সময় রোহিঙ্গা নারীর সহযোগী কবির হোসেনকে আটক করা হয়। তার বাড়ি পিরোজপুর জেলায়। বিভাগীয় পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ভাষাগত সমস্যা সৃষ্টির ফলে নারীকে সন্দেহ করে নাম ঠিকানা জানতে চাইলে তখন ঠিকানার গরমিল হলে তাকে রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করা হয়। পরে তাকে আটক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি তদন্ত এআর মুকুল জানান, বিভাগীয় পাসপোর্ট অফিসের দায়িত্বরত পুলিশ রোহিঙ্গা নারীকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।