Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১২, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পানের দামে সর্বকালের রেকর্ড ! 
Friday March 2, 2018 , 5:34 pm
Print this E-mail this

বাজারে বর্তমানে আকার ও মান অনুযায়ী ৭২ পিস বা এক বিড়া পান বিক্রি হচ্ছে ৫০ থেকে আড়াইশ টাকা পর্যন্ত

বরিশালে পানের দামে সর্বকালের রেকর্ড !


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কেউ নিয়মিত আবার কেউ শখের বশে পান খান। পান ছাড়া আতিথেয়তা পরিপূর্ণতা পায় না যে কোনো অনুষ্ঠানে। অঞ্চলভেদে রকমফেরও কম নেই পানের। যেমন বরিশালের পান দেশজুড়েই সমাদৃত ঝাল আর মিষ্টির মিশ্রণের কারণে। কিন্তু এবছর মাঘ মাসের শুরু থেকেই সারা দেশে পানের বাজার গরম। যোগান কমের অজুহাতে যা এখন ধারণ করছে অগ্নিরূপ। দুই মাস আগে যে পান বিড়াপ্রতি ১০ টাকা বিক্রি হতো তা এখন ৫০ টাকা ও ৫০ টাকার পান ১৩০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারগুলোতে যে পান বিড়াপ্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় তা খুচরা বাজারে একশ টাকা বা তার বেশিতে বিক্রি হচ্ছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। বিরূপ প্রভাবে পানে আসক্তরা পড়েছেন বিপাকে। অনেকে ইতোমধ্যে কমিয়ে দিয়েছেন পান খাওয়া। অনেকে খুচরা ব্যবসায়ী ক্রেতার সঙ্গে ঝামেলা এড়াতে ছেড়ে দিয়েছেন পান বিক্রি। নিয়মিত পান খান এমন এক কর্মজীবী রাসেল মিয়া বলেন, গত কয়েক সপ্তাহ ধরে খুচরা বাজারে খিলি পানের দর অনেকটাই বেশি। এক পিস খিলি পান ৫ টাকার স্থলে ৮ টাকায় কিনতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে অর্ধেক পান কিনছি ৫ টাকায়। বিবিরপুকুর পাড়ের ব্যবসায়ী জসিম জানান, পানের দাম বাড়লেও কাস্টমার বাড়তি টাকা দিতে চায় না। চার টাকায় কেনা এক পিস পান-সুপারি, জর্দা-চুন দিয়ে ৫ টাকায় বিক্রি করা সম্ভব নয়। তাই গত দুই মাস ধরে পান বিক্রি বন্ধ। উজিরপুরের ইচলাদি হাটের ব্যবসায়ী আয়নাল সিকদার বলেন, যোগান কমে যাওয়ায় মাঘ মাস থেকেই পানের দাম বাড়তে থাকে। বর্তমানে পানের দাম অনেকটাই বেশি। পাইকারি বাজারে বর্তমানে আকার ও মান অনুযায়ী ৭২ পিস বা এক বিড়া পান বিক্রি হচ্ছে ৫০ থেকে আড়াইশ টাকা পর্যন্ত। বৈশাখ মাসে পানের দাম কমে যাবে। উজিরপুরের পানচাষি গৌরাঙ্গ জানান, নিয়মানুযায়ী নতুন করে পাতা উৎপাদন না হওয়ায় মাঘ মাস থেকে পানের যোগান কমে গেছে। গতবার বর্ষায় পানের বরজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই এ অবস্থা। অল্পদিনের মধ্যে বাজারের অবস্থা স্বাভাবিক হবে। বরিশালের বাজার রোডের পাইকারি পানের বিক্রেতা মাখন ব্যাপারী বলেন, ভরা মৌসুমে একটি ভ্যানে যদি ৫শ টাকা খরচ করে ১ হাজার বিড়া পান আনা হতো তার বিড়া প্রতি খরচ পড়তো আধা পয়সা। আর সেই ভ্যানে যদি এখন ১শ বিড়া পান আনতে হয় তবে বিড়া প্রতি খরচ হয় ৫ টাকা। যারা শুধু পানের ব্যবসা করছেন তাদের সেই বাড়তি দামে পান কেনা ছাড়া কোনো উপায় নেই। তাই পাইকারি হাটের সঙ্গে খুচরা বাজারে পানের তারতম্য একটু থাকবেই।




Archives
Image
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
Image
‘ক্রসফায়ারের নামে’ ছাত্রদল নেতাকে হত্যা: শেখ হাসিনার ফুপাতো ভাইসহ আসামি অর্ধশত
Image
বরিশালে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মানববন্ধন
Image
পটুয়াখালীতে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ
Image
কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা