Current Bangladesh Time
সোমবার মার্চ ২৪, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পানির দাম দ্বিগুন থেকে তিন গুন রাখায় হোটেল গ্রান্ড পার্ককে জরিমানা 
Friday August 25, 2017 , 6:01 pm
Print this E-mail this

হোটেল কর্তৃপক্ষ ২৫ টাকার পানির দাম রাখেন ৬০ টাকা

বরিশালে পানির দাম দ্বিগুন থেকে তিন গুন রাখায় হোটেল গ্রান্ড পার্ককে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্ককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।দুইজন ভোক্তার পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ২৪ আগষ্ট শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া হোটেল গ্রান্ড পার্ককে এ জরিমানা করেন।১৫ টাকা মূল্যের মিনারেল ওয়াটার এর দাম ৩০ টাকা এবং ২৫ টাকা মূল্যের মিনারেল ওয়াটার এর দাম ৬০ টাকা রাখায় এ জরিমানা করে।সূত্রমতে, তাসবিয়া নোমান ইলমি নামের এক শিক্ষার্থী গত ১২ জুলাই বরিশাল হোটেল গ্রান্ড পার্কে বিভিন্ন খাবারের সাথে ২৫ টাকা মূল্যের একটি মিনারেল ওয়াটার ক্রয় করেন।কিন্তু হোটেল কর্তৃপক্ষ ২৫ টাকার পানির দাম রাখেন ৬০ টাকা।অতিরিক্ত অর্থ রাখার বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। এ বিষয়ের প্রতিবাদ করলে এক হোটেল বয় উত্তেজিত হয়ে বলেন এটা ভিআইপি হোটেল তাই দ্বিগুন দাম।যদি আপনাদের কিছু করার থাকে তাহলে করেন।পরে গত ২৪ জুলাই বরিশাল ভোক্তা অধিদপ্তরে একটি অভিযোগ করেন এ শিক্ষার্থী।বরিশাল ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগের শুনানী শেষে অতিরিক্ত দাম রাখার বিষয়টি প্রমানিত হওয়ায় হোটেল গ্রান্ড পার্ককে সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা করা হয়।তাসবিয়া নোমান ইলমি বলেন, গ্রান্ড পার্ক নামের ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পর্যন্ত গলাকাটা দাম আদায় করছে ক্রেতাদের কাছ থেকে।তিনি বলেন, এর পূর্বেও এক বিচারকের অভিযোগের কারনে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সর্বনিম্ম ৫ হাজার টাকা জরিমানা করেছিল।একই সময় দুটি অভিযোগের শুনানি হয় এবং সর্বনিম্ম ৫ হাজার করে জরিমানা করা হয়।তিনি বলেন অভিযোগ প্রমানিত হলে ৫ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা জরিমানা করতে পারে ভোক্তা অধিকার অধিদপ্তর।কিন্তু মনে হচ্ছে ভোক্তা অধিকারের এ সামান্য জরিমানাকে গুরুত্ব দেয় না হোটেল গ্রান্ড পার্ক কর্তৃপক্ষ।তাই অতিরিক্ত দামের জন্য একবার জরিমানা দিয়ে আবারও দুই বার জরিমানা দিলো কিন্তু অতিরিক্ত অর্থ আদায় রাখা বন্ধ করেনি।এ বিষয়ে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, দুইজন ভোক্তার অভিযোগের কারনে হোটেল গ্রান্ড পার্ককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।১৫ টাকা মূল্যের মিনারেল ওয়াটার এর দাম ৩০ টাকা নেওয়ায় বরিশালের এক বিচারকের অভিযোগের শুনানি শেষে গতকাল হোটেল গ্রান্ড পার্ককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।একই বিচারক পূর্বে আরও একবার অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে অভিযোগ করেছিল ভোক্তা অধিকার অধিদপ্তরে।তখনও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে হোটেল গ্রান্ড পার্ককে।প্রতিদিন অসংখ্য ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের পরও আলোচিত এ হোটেলকে সর্বনিম্ম জরিমানা করার বিষয়ে সহাকারী পরিচালক বলেন,আইন সবার জন্য সমান।তাই হোটেল গ্রান্ড পার্ককে সর্বনিম্ম ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অপর এক প্রশ্নের জবাবে বলেন, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ না করলে আবারও কোন ভোক্তা অভিযোগ করলে প্রমাণিত হলে জরিমানা করা হবে।




Archives
Image
বরিশালে প্রতিবন্ধী নবজাতককে গভীর রাতে সড়কে ফেলে গেলেন স্বজনরা
Image
বোনের শ্বশুরই ধর্ষণ করেন মাগুরার সে-ই শিশুটিকে
Image
বরিশালে জাল নোটসহ কারবারিকে ‍পুলিশে দিল জনতা
Image
পিরোজপুরে চাঁদাবাজির মামলায় এনসিপির প্রতিনিধি গ্রেপ্তার
Image
আবারও সুন্দরবনে আগুন, পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত