|
এলাকাবাসী কুকুরটিকে পৌরসভার হানুয়া বারপাইকা গ্রামে মেরে ফেলে
বরিশালে পাগলা কুকুড়ের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৮
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এক পাগলা কুকুরের কামড়ে মা-মেয়ে ও পথচারীসহ কমপক্ষে ১৮ জন আহত। আহতরা সকলেই উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন এবং এক গৃহবধূ চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১১ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কুকুরের কামড়ের শিকার হন উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার, শিকারপুরের মুন্ডুপাশা ও পৌর সদরের বিভিন্ন গ্রামের এসব মানুষ। তবে কুকুরটিকে মেরে ফেলার কারণে এলাকায় এখন স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন পৌর এলাকার বাসিন্দারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে ঘুরে ঘুরে ওই পাগলা কুকুরটি কামড়ে পৌর সদরের রাজা (১০), তৃপ্তি রানী পাল (৩৮), রাজু (২৩), সাজেদা (২০), কানন রানী (৫০), হানুয়া বারপাইকা গ্রামের ইলিয়াস (২৭), হৃদয় (৮), মাহার গ্রামের শেফালী পাল (৫০), শান্তা (১৯), শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের লিপি বেগম (২৪) ও তার ১১ মাস বয়সী কন্যা শিশু মনিরা, রফিক ঢালী (৫৫), আভা রানী (৪০), সোহাগ (১৪), মুন্ডুপাশা গ্রামের জেরিন (৯), হালিম গাজী (৩২), বামরাইলের সানুহার গ্রামের সিফাত (১০) ও পথচারী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার বাদশা মিয়াকে (৫০) আহত করেছে। পরে বাধ্য হয়ে এলাকাবাসী কুকুরটিকে পৌরসভার হানুয়া বারপাইকা গ্রামে মেরে ফেলে।
Post Views:
৯৮০
|
|