মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উৎকোচ না দেয়ায় পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার কর্তৃক হামলা চালিয়ে এক গ্রাহককে আহত করার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ ভালুকশী গ্রামে।আহত সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার সেলিম রেজা ভালুকশী গ্রামের কাজী বাড়ীর পাশে জমির মাঝখানে খুঁটি পুততে গেলে ওই গ্রামের কাজী আব্দুল কুদ্দুসের পুত্র কাজী সেলিম সাব-ঠিকাদারকে বিদ্যুতের খুঁটিটি জমির মাঝখানে না পুতে দুই জমির মাঝে (আইল) কোপার জন্য বলেন।ওইসময় সাব-ঠিকাদার সেলিম রেজা দুই জমির মাঝে (আইল) খুঁটি পোতার জন্য দুই হাজার টাকা দাবী করেন।একপর্যায়ে সেলিম রেজাকে এক হাজার টাকা দেয়া হয়।বৃহস্পতিবার বিকেলে বাকী এক হাজার টাকা চাইতে গেলে কাজী সেলিম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বাগ্বিতন্ডার একপর্যায়ে সাব-ঠিকাদার সেলিম রেজার নেতৃত্বে কাজী সেলিমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।স্থানীয়রা উদ্ধার করে আহত কাজী সেলিমকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।