Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পলিথিনের বিরুদ্ধে অভিযান 
Sunday November 3, 2024 , 6:11 pm
Print this E-mail this

পলিথিন পরিবেশের নীরব শত্রু ও ক্ষতিকারক

বরিশালে পলিথিনের বিরুদ্ধে অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণের বিরুদ্ধে বরিশালে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। রোববার (নভেম্বর ৩) দুপুুরে নগরীর নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। পরিবেশের ক্ষতিকারক পলিথিন বিক্রি নিয়ে দীর্ঘদিন অভিযান পরিচালিত না হওয়ায় বরিশালের বাজারগুলোতে পলিথিনের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। নগরীর প্রতিটি দোকানে প্রকাশ্যে পলিথিনে মালামাল সরবরাহ করছে বিক্রেতারা। এদিকে আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে পরিবেশের শত্রু ক্ষতিকারক পলিথিন এখন প্রকাশ্যে বেঁচা-বিক্রি হচ্ছে বলে মনে করছে সচেতন মহল। এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর থেকে পুরোপুরি পলিথিন নিষিদ্ধ করে সরকার। আর এরই ধারাবাহিকতায় আজ বরিশালে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযান চলাকালে বাজারের সকল ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করে প্রশাসন। অভিযানের বিষয়ে ব্যবসায়ীরা জানান, বাজার করতে আসলে কেউ ব্যাগ নিয়ে আসে না। সবাই বলে পলিথিনে দেন। এখন পলিথিন না রাখলে তো আমাদের ব্যবসা হবে না। জিনিস দিবো কিসে? প্রতিদিন আমাদের প্রায় ৩ থেকে ৫ কেজি পলিথিনের প্রয়োজন হয়। শুনেছি পলিথিন ব্যবহার নিষিদ্ধ হবে ১ নভেম্বর থেকে কিন্তু যারা বাজারে আসছে তারা তো ব্যগ নিয়ে আসে না। তাই বাধ্য হয়ে আমাদের পলিথিনেই পণ্য দিতে হচ্ছে। আর যারা বাজারে আসে, তাদের ব্যাগ কিনতে বললেও কিনে না বলে পলিথিনে দিতে বাধ্য হই আমরা। অভিযান হওয়ায় ভালো হয়েছে। এতে করে মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধি পাবে। আমারা ব্যবসায়িরাও চাই বাজার থেকে পলিথিন উঠে যাক। অভিযান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সম্প্রতি লক্ষ্য করা গেছে বাজারগুলোতে ব্যাপক হারে নিষিদ্ধ ও অবৈধ পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এই পলিথিন পরিবেশের নীরব শত্রু ও ক্ষতিকারক। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পলিথিনের বিরুদ্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সরকারের এই নির্দেশ যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারী ও বিক্রয়কারীর বিরুদ্ধে অভিযান চালানো হবে। এসময় পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো: শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো: রবিউল হাসান ভূঁইয়াসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকেই।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার