প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে পলাশপুর এলাকার একটি খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার!
Sunday September 30, 2018 , 6:07 pm
ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার, নবজাতকের বয়স একদিন হতে পারে
বরিশালে পলাশপুর এলাকার একটি খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরের পলাশপুর এলাকার একটি খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পলাশপুর ৮ নম্বর এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নবজাতকের বয়স একদিন হতে পারে। শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে কোনো এক সময় নবজাতকটিকে খাল বা খাল সংলগ্ন কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া হয়েছে।