প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে পর্নোগ্রাফি আইনে একটি মামলায় এক যুবক গ্রেপ্তার
Thursday August 22, 2019 , 9:18 pm
বরিশালে পর্নোগ্রাফি আইনে একটি মামলায় এক যুবক গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে এক তরুণীকে ধর্ষণের সময় ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার অভিযোগে রায়হান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে শহরের ১১ নম্বর ওয়ার্ডের বিআইপি কলোনী থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, এক কলেজছাত্রীকে জিম্মি করে যুবক রায়হান সাম্প্রতিকালে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিওচিত্র নিজের মোবাইল ফোনে ধারণ করে রাখে। পরবর্তীতে কলেজছাত্রীকে ধর্ষণের সেই ভিডিওটি সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়। এই ঘটনায় কলেজছাত্রীর নানা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করে। বরিশাল কাতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন জানান, এই ঘটনায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা গ্রহণ করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে যুবককে আদালতে প্রেরণ করার প্রস্তুতি নেয়া হয়েছে।