|
যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আয়োজক কমিটির বিশেষ দৃষ্টি রাখা
বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে পুলিশ কমিশনারের কঠোর সিদ্ধান্ত গ্রহন
স্টাফ রিপোর্টার : পবিত্র আশুরা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,সাংবাদিক ও মহানগরীর বিভিন্ন এলাকার পবিত্র আশুরা উদযাপন কমিটির নেতরা।সভার সিদ্ধান্তগুলো হলো,তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী (পাইক) নামে দলভুক্ত মিছিলকারীদের লোহার রড,ছোরা,বাঁশের লাঠি,বর্শা এবং চাবুক/চাকু’র ব্যবহার নিয়ন্ত্রণ করা,পরস্পর বিরোধী দল গুলোর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আয়োজক কমিটির বিশেষ দৃষ্টি রাখা,মিছিলে অংশগ্রহণের উদ্দেশ্যে জমায়েতস্থলে আয়োজক কমিটির পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা, আয়োজক কমিটির গঠিত স্বেচ্ছাসেবকদের সদস্যদের দ্বারা অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিদের ব্যাগ,ছাতা,প্যাকেট ও বক্সসহ প্রবেশ নিষিদ্ধ করা,বিশেষ ক্ষেত্রে তল্লাশির ব্যবস্থা করা,কোনো সন্দেহজনক বস্তু বা পরিত্যাক্ত ব্যাগ/থলে মিছিলের আশে পাশে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা,আতশবাজি/পটকা ফোটানো বন্ধ রাখা,জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা।
Post Views:
৭৩
|
|