মুলাদী থানা পুলিশের ওসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন
বরিশালে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিলেন ঢাবি’র ছাত্র
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদী উপজেলায় আড়িয়ালখাঁ নদী থেকে মো. তুহিন (১৮) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার ছোটপাতারচর এলাকা থেকে ডুবুরিরা তার মৃতদেহ উদ্ধার করে। তুহিন উপজেলার মুলাদী সদর ইউনিয়নের উত্তরচর ডাকাতিয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার তার ফুপা পৌর সদরের ছোটপাতারচর গ্রামের মৃত খলিল হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন তুহিন। তুহিনের ফুপাতো ভাই জুয়েল হাওলাদার জানান, রোববার বেলা ৩টার দিকে তিনি ও তুহিন আড়িয়ালখাঁ নদীতে গোসল করতে যান। নৌকায় উঠে গোসল করার সময় সাবান মেখে তুহিন নদীতে ঝাঁপ দিয়ে আর পাড়ে ওঠেনি। ওই সময় জুয়েল চিৎকার দিয়ে লোকজন জড়ো করে তুহিনকে খোঁজাখুঁজি করে উদ্ধার করতে ব্যর্থ হয়। সোমবার সকালে বরিশাল থেকে ডুবুরি এনে নদী থেকে তুহিনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, তুহিন সাঁতার জানতো না। মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান নদীতে ডুবে তুহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।