এ ঘটনায় পুরোহিতসহ বর ও কনের পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে
বরিশালে নৌকার মধ্যেই বাল্যবিয়ে সম্পন্ন
শামীম আহমেদ: বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারির কারণে শেষপর্যন্ত বিলের মধ্যে নৌকায় বসে একটি বাল্যবিয়ে সম্পন্ন করেছেন পুরোহিত। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের। বিষয়টি নিয়ে শনিবার দিনভর পুরো উপজেলাজুড়ে টক অব দ্যা টাউনে পরিনত হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের জ্যোতিন্দ্র নাথ দাসের কন্যা ও বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তা রানী দাস বৈশাখীর সাথে পাশ্ববর্তী বাহাদুরপুর গ্রামের পূর্ণ চন্দ্র গাইনের পুত্র প্রশান্ত গাইনের পারিবারিকভাবে বিয়ের কথা চলে আসছিলো। কনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজনের কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল স্থানীয় ইউপি সদস্যকে বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেন। সূত্রে আরও জানা গেছে, শুক্রবার বড়ের বাড়িতে বসে পুরোহিত দিয়ে সামাজিকভাবে বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পূর্ণরায় ওই এলাকার ইউপি সদস্য সুভাষ ভক্তকে ফোন করে বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেন। বিষয়টি জানতে পেরে দুই পরিবারের ঘনিষ্ট লোকজন বর এবং কনেকে নৌকায় উঠিয়ে বিলের মধ্যে নিয়ে শুক্রবার রাতে পুরোহিত দিয়ে বাল্যবিয়ের কাজ সম্পন্ন করেন। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পুরোহিতসহ বর ও কনের পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।