Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » লিড-নিউজ » বরিশালে নৌকার প্রার্থী হিসেবে এবার আলোচনায় চাচা-ভাতিজা 
Thursday July 20, 2017 , 9:23 pm
Print this E-mail this

বরিশালে নৌকার প্রার্থী হিসেবে এবার আলোচনায় চাচা-ভাতিজা

বরিশালে নৌকার প্রার্থী হিসেবে এবার আলোচনায় চাচা-ভাতিজা


আহম্মেদ বায়েজিদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই হবে ছয় সিটি নির্বাচন। এরই মধ্যে প্রার্থী বাছাই শুরু করে দিয়েছে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু বরিশালে প্রার্থিতা চূড়ান্ত করতে পারেনি ক্ষমতাসীন দল। সেখানে সাবেক মেয়র শওকত হোসেন হিরনের মৃত্যুর পর রাজনীতিতে নতুন মেরুকরণ হয়েছে এবং এ নিয়ে হিসাব-নিকাশ করতে হচ্ছে সরকারি দলকে। আওয়ামী লীগের নেতারা বলছেন, দলের কেন্দ্রীয় নেতা আবুল হাসানাত আবদুল্লাহ্’র পরিবারের কাউকেই দলীয় মনোনয়ন দেয়া হতে পারে। এ ক্ষেত্রে প্রাথমিকভাবে দুজনকে ঘিরে চলছে আলোচনা। তারা হলেন কেন্দ্রীয় নেতা আবুল হাসানাত আবদুল্ল্’ার ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ অথবা আবুল হাসানাতের ভাই আবুল খায়ের আবদুল্লাহ্ ওরফে খোকন। তবে চাচা-ভাতিজার মধ্যে কে পাবেন দলীয় মনোনয়ন, তা নির্ভর করবে নির্বাচনের আগ মুহূর্তের সিদ্ধান্তের ওপর। গত দুই বছর ধরেই নির্বাচনী প্রস্তুতিতে আছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বলে জানা গেছে। আরেক সম্ভাব্য প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, ‘নির্বাচনের এখনও অনেক সময় রয়েছে। আর প্রার্থী কে হবেন সেটা আওয়ামী লীগ সভাপতিই জানেন।’ আপনি কি মনোনয়ন প্রত্যাশা করেন এমন প্রশ্নের জবাবে খোকন সেরনিয়াবাত বলেন, ‘এটা প্রধানমন্ত্রীই ভালো জানেন। তাই এখানে আমি আগাম কিছু বলতে পারি না।’ মনোনয়ন নিয়ে ভাতিজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পরিবার কোনো বিরোধ হতে পারে কি না-জানতে চাইলে খোকন বলেন, ‘তার সাথে আমার কোন দ্বন্দ্ব-বিবাদ নাই। সে রাজনীতি করে, তাই মনোনয়ন চাইতেই পারে। আর মনোনয়নের বিষয়টা নেত্রীর উপর নির্ভর করবে।’ বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ‘দলগতভাবে সাদিক আব্দুল্লাহ্কে মনোনয়ন দেয়ার জন্য আমরা কেন্দ্রীয় কমিটি ও জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেছি।’ তিনি বলেন, ‘খোকন সেরনিয়াবাত শেখ পরিবারের সন্তান। আবুল হাসনাত আব্দুল্লাহ্ সাহেবের ভাই। তিনি যে নির্বাচন করবেন এ জন্য বরিশালে তার কোন কার্যক্রম দেখি না। যেটা সাদিক আব্দুল্লাহ্ গত তিন চার বছর ধরে করে আসছেন। তিনি পাড়ায় পাড়ায় গণসংযোগ করছেন। দলের সাংগঠনিক কার্যক্রমের নিয়মিত উপস্থিত থাকেন।’ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘মহানগরের যে জায়গায় আমরা কর্মীসভা করেছি সেখানে সাদিক আব্দুল্লাহ্’র নাম উঠে এসেছে। তাই নেতাকর্মীদের পছন্দ অনুযায়ী বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ্।’ খোকন সেরনিয়াবাত প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু পত্রিকায় তাকে আমরা দেখছি। আমিতো মনে করি তিনি প্রার্থী না, কারণ তাদের পরিবারের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। আমাদের প্রতিপক্ষ তাকে প্রার্থী হিসাবে দাঁড় করাচ্ছে।’ জানতে চাইলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ একজন নেতা বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আমাদের প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ চলছে। সবার কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবেন।’ বরিশাল শহরে আওয়ামী লীগের অবস্থান বরাবর কিছুটা দুর্বল। কিন্তু হিরনের হাত ধরে এই দুর্বলতা অনেকটাই কাটিয়ে উঠেছে আওয়ামী লীগ। ২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে দল নিরপেক্ষ সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এবং বিএনপির দুই নেতা এবায়েদুল হক চান ও আহসান হাবিব কামালকে হারিয়ে তিনি মেয়র নির্বাচিত হন। পাঁচ বছর দায়িত্বে থাকাকালে তিনি বরিশালের ব্যাপক উন্নয়নও করেন। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে তিনি হেরে যান। ওই বছরের ১৫ জুনের ভোটে বিএনপি জোট সমর্থিত প্রার্থী আহসান হাবীব কামাল হিরণকে হারিয়ে দেন ১৭ হাজার ভোটে। কামাল পেয়েছিলেন ৮৩ হাজার ৭৫১ ভোট আর হিরণ পান ৬৬ হাজার ৭৪১ ভোট। সিটি নির্বাচনে হারার পর হিরণ দশম জাতীয় বরিশাল সদর আসন থেকে নির্বাচনে আওয়ামী লীগের টিটিটে সংসদ নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনের তিনমাস পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর ওই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী করে হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ। আওয়ামী লীগ নেতারা জানান, হিরণ বেঁচে থাকলেও এই কর্পোরেশনে প্রার্থী খুঁজতে হতো আওয়ামী লীগকে। কারণ সংসদ সদস্যের পক্ষে মেয়র পদে নির্বাচন করা সম্ভব নয় আইনি বাধ্যবাধকতার কারণে। সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী নিয়ে এরই মধ্যে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। বিভিন্ন জনমত জরিপের ভিত্তিতেই দলের মনোনয়ন দেবেন তিনি।




Archives
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
জীবিত অবস্থায় জাতীয় পুরস্কার দিতে চায় সরকার : প্রধান উপদেষ্টা
Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত
Image
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রসচিব
Image
অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা ৫ পুলিশ বরখাস্ত