বরিশালে নৌকায় চড়ে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা নৌকায় চড়ে পরিদর্শন করলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের একটি অনুষ্ঠানে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের অংশগ্রহণ শেষে তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে নামেন। এসময় তার সাথে ছিলেন, ঐ ইউনিয়নের চেয়ারম্যান মো: বাহাউদ্দিন। বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু জানান, প্রতিমন্ত্রী নৌকাযোগে ঐ ইউনিয়নের সিংহেরকাঠি এলাকার নদীভাঙন পরিদর্শনে করেন এবং শিগগিরই সেখানকার ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন। পাশপাশি সাহেবেরহাট থেকে কানাইপুর সড়ক সংস্কার, নেহালগঞ্জ ব্রিজ, নেহালগঞ্জের বদিউল্লাহ ব্রিজ নির্মাণের ঘোষণা দেন। এছাড়া সাহেবের হাট সুইচগেটে পানি উন্নয়ন বোর্ডের জমিতে সরকারি হাসপাতাল এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণকাঠি জিরো পয়েন্টে একটি মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী।